Call

বিস্ময়ে কোন সদস্যদের কার্যক্রম বিবেচনা করে তিনি সাইটে কতটা এক্টিভ, তার দেওয়া উত্তরগুলো মানসম্মত কিনা, গ্রহনযোগ্য কিনা। সে কি কোন অহেতুক বা অপ্রাসঙ্গিক প্রশ্ন বা উত্তর করে কিনা, বিস্ময়ের নীতিমালা সম্পর্কে সোচ্চার আছে কিনা। এসব বিবেচনা করেই সদস্যদের পদন্নোতি দেওয়া হয়।

এজন্য বিস্ময়ে সদস্যদের কার্যক্রম বাড়িয়ে তুলতে আরো যা করতে হবেঃ

❖ নিয়মিত একটিভ থেকে মানসম্মত প্রশ্ন উত্তর করে বিস্ময়ে সমৃদ্ধকরণ কাজ করতে নিজেকে অবহিত রাখতে হবে।

❖ বিস্ময়ের নীতিমালা মেনে চলতে হবে।

❖ সদস্যকে নির্দিষ্ট কিছু পয়েন্ট অর্জন করার পর অতিরিক্ত সুবিধা দেওয়া হয়েছে তার যথাযথ ব্যাবহার করতে হবে।

❖ কোনো প্রশ্নে বানান ভুল, ভুল বিভাগে প্রশ্ন করা হলে সম্পাদনা করার জন্য মন্তব্য প্রয়োজন হলে বিভাগ সতর্ক করতে হবে।

❖ অথবা ভুল উত্তরে মন্তব্য করে উত্তর দাতাকে অবহিত করতে হবে।

❖ সর্বদা দায়িত্বশীলতার সাথে প্রশ্ন-উত্তর, মন্তব্যেনের জন্য মার্জিত ভাষা ও যথার্থ বানানে লিখতে হবে।

❖ দায়িত্বশীলতার পরিচয় দিয়ে বিস্ময়ে নিস্বার্থে মানুষের উপকারের জন্য নিজেকে সমৃদ্ধকরণ কাজে লিপ্ত রাখতে হবে।

❖ এভাবেই সদস্য বিস্ময়ে জনপ্রিয়/ ভালো/ বিশেষ সদস্য হতে পারবে। একজন বিশেষজ্ঞ যে অতিরিক্ত সুবিধাদি পায় তা হলোঃ প্রশ্ন জিজ্ঞাসা। উত্তর অপছন্দ করা। যে কোন প্রশ্নকে পূনঃরায় বিভাগ বন্টন করা। যে কোন প্রশ্ন সম্পাদনা। যে কোন উত্তর সম্পাদনা। যে কোন মন্তব্য সম্পাদনা। যে কোন প্রশ্ন বন্ধ করা। যে কোন প্রশ্নের জন্য উত্তর নির্বাচন করা। Viewing who voted or flagged posts. পোস্ট অনুমোদন কিংবা অননুমোদন দান। যে কোন পোস্ট প্রদর্শন করানো কিংবা লুকিয়ে রাখা একজন সমন্বয়ক বিশেষজ্ঞ এর চেয়ে যে অতিরিক্ত সুবিধাদি পায় তা হলোঃ Editing posts silently. অজ্ঞাতকুলশীল পোস্টের আইপি দর্শন। সদস্যদের পদন্নোতি/ডিমোশন দেওয়া। সদস্যকে ব্লক/আনব্লক করা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ