শেয়ার করুন বন্ধুর সাথে
Call

মৌলিক শিক্ষা হলো সেই শিক্ষা যা একজন মানুষকে -  জীবন যাপন ও জীবিকার্জনে সাহায্য করে  শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে  পরিবেশ পারিপার্শ্বিকতা ও অন্য মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে  প্রকৃতির সাথে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করে। ইসলাম ধর্মের মূল ধর্ম বিশ্বাস মতে, একজন ব্যক্তিকে ইসলামে প্রবেশ করতে হলে কিছু মৌলিক বিষয়াদির প্রতি তাকে নিঃশর্ত বিশ্বাস স্থাপন করতে হয়। এ সকল বিষয় দ্বিধাহীন চিত্তে অন্তরে ধারণ ও মুখে স্বীকার করার মাধ্যমেই ব্যক্তি ইসলামে দীক্ষিত হতে পারেন এবং তাকে 'মুসলিম' নামে অভিহিত করা যায়। এ সকল বিশ্বাসকে ইসলামি পরিভাষায় 'আকাইদ' বলা হয়। ইসলাম ধর্ম শিক্ষা শাস্ত্রে একজন ব্যক্তিকে প্রাথমিক ও মুখ্যভাবে অগ্রাধিকার ভিত্তিতে আকিদা বিষয়ক অধ্যায়সমূহের পাঠ দেয়া হয়ে থাকে। নিতান্তই ইসলাম ধর্ম বিষয় পাঠ্যসূচীর মধ্যে ঈমান, তাওহীদ, ইসলামের পঞ্চস্তম্ভ, কুরআন শিক্ষা, হাদিস শিক্ষা, ফিকহ, উসূলে ফিকহ, আখলাক প্রভৃতি বিষয় মুখ্য। আর এসব বিষয়ের উপর জ্ঞান অর্জন করাই হচ্ছে ইসলামের মৌলিক শিক্ষা। ইসলামের বিশুদ্ধ আকীদাসমূহ শিক্ষা করা, পবিত্রতা ও অপবিত্রতা, নামাজ, রোযা ও অন্য ইবাদত যেগুলোকে শরীয়ত ফরজ ও ওয়াজিব করেছে, সেগুলো সম্পর্কে অবগত হওয়া এবং হারাম বা নিষিদ্ধ ও মাকরূহ বিষয়াবলী কি তা জানা প্রত্যেক মুসলমান নর- নারীর উপর ফরজ। এক কথায় শরীয়ত যে যে কাজ প্রত্যেকের উপর ফরজ বা ওয়াজিব করে দিয়েছে সেগুলোর বিধান ও আহকাম সম্পর্কিত জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নর-নারীর উপর ফরজ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ