শিখরা কি একত্ববাদী?
শেয়ার করুন বন্ধুর সাথে

মূলন্ত্রঃ শিখ ধর্ম বিশ্বাসের প্রধান ভিত্তি শিখ ধর্ম মতে ঈশ্বরের ধারণা সম্পর্কে একজন শিখ সর্বোত্তম যে সংজ্ঞা দিতে পারে, তা হলো এই মূলমন্ত্র পাঠ করা - যা শিখ ধর্ম বিশ্বাসের মূল ভিত্তি, যা গুরু গ্রন্হ সাহেবের প্রারম্ভেই উল্লেখিত হয়েছে । গুরু গ্রন্হ সাহেবের ভলিউম -১, জাপুজি, প্রথম শ্লোক নিম্নরূপঃ " ঈশ্বর কেবলমাত্র একজনই, তিনি পরম সত্য, তিনিই স্রষ্টা, সকল ভয় এবং ঘৃণা থেকে মুক্ত; তিনি অমর এবং কারো জাত নন; তিনি স্বয়ম্ভু, মহান এবং দয়াময় ।" শিখ ধর্ম কঠোরভাবে একেশ্বরবাদ অনুসরণ করে । শিখ ধর্ম সর্বক্ষমতাময় এক ঈশ্বরে বিশ্বাস করে, যার প্রকাশ্য কোন আকার নেই, যাকে বলা হয় " ইক ওমকারা" । প্রকাশ্য নামে তাঁকে বলা হয় ওংকারা এবং তাঁর কতকগুলো গুনাবলী নিম্নরূপঃ ১. করতার = যিনি স্রষ্টা ২. সাহিব = মহাপ্রভু ৩. আকাল = চিরন্তন ৪. সত্যনামা = পবিত্রনাম ৫. পরওয়ারদগার = পালনকারী ৬. রাহীম = দয়ালু ৭. কারীম = উপকারী এছাড়াও তাঁকে আরো বলা হয় "অহে গুরু " - একমাত্র মহাসত্য প্রভু । শিখ ধর্ম মত কঠোরভাবে এক ঈশ্বরে বিশ্বাস করে । এ ধর্ম অবতারবাদ অর্থাৎ সৃষ্টির রূপ ধারণ করে স্রষ্টার আগমণে বিশ্বাস করে না । সর্বশক্তিমান ঈশ্বর নিজে কখনো কারো রূপ ধারণ করে অবতার রূপে পৃথিবীতে আগমণ করে না । এ ছাড়াও শিখ কঠোরভাবে মূর্তি পূজার বিরোধ করে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ