আমার বন্ধুর পেনিসের ছিদ্র ছোট বেলা থেকে আস্তে আস্তে অনেক অনেক বড় হয়ে গেছে।পেনিসের মাথা স্বাভাবিক দেখায় না।সে বিয়ে করতে সাহস করে না।পেনিস উত্তেজিত হলে সে নিজেই কষ্ট অনুভব করে এবং পেনিস দেখতে ভয়ংকর লাগে।যৌন মিলন করতেও পারবে না বলে ধারণা করে। সে বলে তার সাথে কোনো মেয়ে থাকবে না। ১-জানতে চাই তার এই সমস্যাটা কি ধরনের সমস্যা? ২-এর কারণ কি? ৩-এর ভয়াবহতা কি? ৪-ছিদ্র ছোট করার চিকিৎসা আছে নাকি ? ছিদ্র উপরে কিছুটা বড় হয়েছে অপারেশনের কারণে।আর নিচে ছোট বেলা হতে আস্তে আস্তে বড় হয়েছে।ছিদ্র ছোট করার কোন চিকিৎসা আছে ? যৌনাঙ্গের পাশে ব্রণের মত হয়েছিলো তাতে অপারেশন হয়েছে।তখন যৌনাঙ্গ ফুলে উঠেছিলো। আর তাতেই ছিদ্র কিছুটা উপরের দিকে বড় হয়ে যায়। ১-যৌনাঙ্গ বেশি উত্তেজিত হলে উপরের দিকে ব্যথা লাগে।  ২-হাঁটার সময় পায়ে বা পোশাকে লাগ্লে ছিদ্রে ব্যথা লাগে তাই অনেক সময় হাঁটা চলা করতে কষ্ট হয়। ৩-অনেক সময় ছিদ্র বড় হবার কারণে তা  ফাঁক হয়ে যায় তাই দেখতে খারাপ  দেখায়।
শেয়ার করুন বন্ধুর সাথে
mdAzim2019

Call

ডাক্তার এর পরামর্শ -ই সবোত্তম মনে করি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ