Call

না,এই ডিগ্রি নিয়ে আপনি সিএ পড়তে পারবেন না।আপনাকে সিএ নিয়ে পড়তে হলে অবশ্যই,অনার্সে চার বছর হিসাববিজ্ঞান বা একাউন্টিং বিষয়ে স্নাতক পাশ করতে হবে অথবা বিবিএ ডিগ্রি করতে হবে।তবেই আপনি সিএ পড়তে পারবেন।

Talk Doctor Online in Bissoy App
Call

কেউ যদি এইচএসসি'র পরো সিএ করতে চায় সে তা পারবে। আর আপনি তো বিএসএস করেছেন। যাই হোক আপনাকে একটি সিএ ফার্মে আর্টিকেলশিপ নিতে হবে। তারপর ফার্ম থেকে অনুমোদন নিয়ে আইসিএবি তে রেজিষ্ট্রেশন করে সিএ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মোট ৩ টি ধাপ। ১ম ধাপে ৭০০ নাম্বার, ২য় ধাপে ৭০০ নাম্বার এবং শেষ ধাপে ৩০০ নাম্বার। ৬ মাস পর পর পরীক্ষা হয়। আপনি চাইলে মোট ৩ বার অংশ গ্রহণের মাধ্যমে আপনার সিসি শেষ হওয়ার পুর্বেই সিএ শেষ করতে পারবেন। আপনাকে সেভাবে প্রস্তুতি নিয়ে আগাতে হবে। আবার আপনি চাইলে ১ টা কিংবা ২ টা কিংবা সর্বোচ্চ ৭ টি বিষয় একবারে পরীক্ষা দিতে পারবেন। ধন্যবাদ

Talk Doctor Online in Bissoy App