Call

ইসলাম এ গোত্র মূলত ৫ টি। 

১। সুন্নী, ২। শিয়া, ৩।মু'তাজিলা, ৪।খারেজী, ৫।আহলে হাদিস 

আর মাযহাব ৪টি।

১। হানাফি, ২।হাম্বলী, ৩।শাফেয়ী, ৪।মালেকী

এছাড়া আরও কিছু রয়েছে যেগুলোকে আলাদা ভাবে ধরা কঠিন।

যেমনঃ সুফীবাদ, দ্বীনে ইলাহী,ওহাবী,মারফতি ইত্যাদি।

তবে সর্বোমোট ৭৩টি রয়েছে বলে ইসলামী চিন্তাবিদরা মনে করেন।

উল্লেখ্য যে,ইসলাম এর মূল নিয়ম হল একক থাকা। ভাগ হয়েছে বলেই এখন দূর্বল।

আর আমি মনে করি আপনি আহলে সুন্নাত টী মেনে দেখতে পারেন।কেননা তারা হাদীস কেই অনুসরণ করে। (এটা আমার মত,চাইলে আপনিও যাচাই করুন।আর মনে রাখবেন,মানুষ কি করে তা পরে দেখবেন।আগে আপনি কিতাব দেখুন তাদের।)

অনেক মাযহাব এ হাদিছ এ থাকা নিয়ম মানা হয়নি। 

আর আপনি নিজে ইসলামি জ্ঞান অন্বেষণ করুণ। আল্লাহ সবাইকেই জ্ঞান দিয়েছেন। আর কোন ইসলামী যুক্তির ক্ষেত্রে হাদিসে রয়েছে কিনা তা জেনে নিবেন।পারলে নিজেও দেখবেন।

আল্লাহ আপনাকে সঠিকটা বুঝার তৌফিক দিন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ