মেমোরীটি কম্পিউটার ও মোবাইলে সাপোর্ট নেয় কিন্তু কোন ফাইল আপলোড দিলে সেটা ভাইরাস হয়ে যায়। আর সাপোর্ট নিলেও কাজ করেনা। আর একসাথে কিছু ডিলিট করলে FAT ERROR দেখায়। মোবাইলে ফরম্যাট দিলে কাজ হয়। কিন্ত কিছুক্ষণ পর সেই ফাইলগুলো ভাইরাস আকারে অনেক বেশী দেখায়।এই ফাইল গুলো ওপেন করতে গেলে Invalied File Name, File In Use, Unsupported Format ইত্যাদী দেখায়। এবং সেটা কম্পিউটারে ফরম্যাট হয়না। সমস্যাটা কি? কেউ কি বলতে পারবেন? আর কেনই বা FAT ERROR দেখায়। এটাকে কোনভাবে কাজে লাগানো যাবে কি?
Share with your friends
Call

আপনি কোনো বাটন নোকিয়া বা সিম্বিয়ান ফোন দিয়ে ফরম্যাট দিন আশা করি কাজ হবে

Talk Doctor Online in Bissoy App