শেয়ার করুন বন্ধুর সাথে
Call

হারবাল ফেসিয়াল হল সেই উপাদান যা আমাদের ত্বককে আসধারন ফল দেয় এবং এতে আপনার ত্বকে কোনরকম ক্ষতি করে না।নিজেদের স্কিন ধরণ এবং নিজেদের ত্বকের সমস্যা অনুযায়ী এই ফেসিয়াল করে নিতে পারেন।হারবাল ফেসিয়াল তৈরি হয় বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে যেমন-পেঁপে, নিম, টমেটোসহ নানা ফল দিয়ে।হারবাল ফেসিয়াল প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হয় বিধায়, যার কোন সাইড এফেক্ট নেই। এটি ত্বকের বিভিন্ন সমস্যা যেমন- অতিরিক্ত তৈলাক্ত, বিবর্ণ ভাব, ট্যান দূর করে ত্বক নরমাল রাখতে সাহায্য করে এবং আর্দ্রতা বজায় রাখে। তাও ফেসিয়াল করার সময় নিজের ত্বকের উপর খেয়াল রেখে করতে হবে।যেসব স্কিন খুবই সেন্সসিটিভ ও যাঁদের এল্যার্জী আছে,যাদের এক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে।অন্যথায় স্কিনের ক্ষতি হতে পারে।আর মাসে একাধিকবার ফেসিয়াল করলে ত্বকের ক্ষতি হতে পারে।এগুলো ছাড়া হারবার ফেসিয়ালের তেমন কোন নেতিবাচক দিক নেই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ