Call

কাঠাল চারা লাগানোর জন্য উপযুক্ত জমি নির্বাচন করুন। এক্ষেত্রে উচু জমি নির্বাচন করুন।।কারন কাঠাল গাছ জলাবদ্ধতা সহ্য করতে পারে না।।গাছের গোড়ায় যেন পানি না জমে।।যেকোন গাছের বৃদ্ধিতে বা বেশি ফলন পেতে জৈব সারের বিকল্প নাই। প্রয়োজন বুঝে জৈব সার প্রয়োগ করুন।কাঠাল পাতা গরু ছাগলের প্রিয় খাবার। তাই এসব প্রানি যাতে আপনার গাছের কোন ক্ষতি না করে সেদিক খেয়াল রাখুন।মুলত কাঠাল গাছের খুব বেশি পরিচর্যা করতে হয় না।।অল্প পরিচর্যায় ই ৩/৪ বছরে গাছে ফল আসতে শুরু করে।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ