শেয়ার করুন বন্ধুর সাথে

আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা অনুযায়ী, 

পরীক্ষায় নির্দিষ্ট নাম্বার এর বেশি পেলে বৃত্তি দেওয়া হয়। 

আর গরিব শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বৃত্তি বলতে বিভিন্ন কিছু বোঝানো হয়। যেমনঃ-:

১। ধৰ্ম বা প্রকৃতি (মনোবৃত্তি)। 

২। স্বভাব (যাযাবরবৃত্তি)। 

৩। আচরণ। 

৪। পেশা। 

৫। অক্ষরসংখ্যা দ্বারা নির্দিষ্ট ছন্দ | 

৬। শিক্ষাথীকে প্রদত্ত অর্থসাহায্য (ছাত্রবৃত্তি)। 

৭। অর্থপ্রকাশের ক্ষেত্রে শব্দের অন্তর্নিহিত শক্তি (লক্ষণাবৃত্তি)। 

৮। ব্যাখ্যান বা টীকাটিপ্পনী।,

৯। মনের ধর্ম শক্তি বা প্রবণতা, faculty (বুদ্ধিবৃত্তি, চিত্তবৃত্তি); 

১০। প্রবৃত্তি, স্বভাব (নীচবৃত্তি); 

১১। জীবিকা (ভিক্ষাবৃত্তি, বৃত্তিমূলক শিক্ষা); 

১২।পেশা (বৃত্তিভেদ); 

১৩। নিয়মিত জলপানি বা ভাতা (ছাত্রবৃত্তি); ইত্যাদি।

কিন্তু উপবৃত্তি বলতে শুধুমাত্র কোন মেধাবী/গরিব/নারী শিক্ষার্থীদের সরকারি/বেসরকারি বিভিন্ন সংস্থা থেকে দেওয়া আর্থিক সাহায্য বা প্রণোদনাকে বোঝানো হয়। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ