Jamiar

Call

আসলে এর জন্য আপ্নার উচিৎ দ্রুত চিকিৎসা নেওয়া। তাছাড়া আপনার ফোড়া টি পেকে গেলে সেটি ছিদ্র করে দিন ও পুজ বের করে দিন ।এর জন্য আপনার বাসায় থাকা সুই আগুনে গরম করে নিয়ে ঠান্ডা করুন এর পর সেই সুই দিয়ে আপনার ফোড়া টি ছিদ্র করে নিন ও পুজ গুলো বের করে দিন দেখবেন অনেক  ব্যথাই কমে গেছে । তবে ফোড়াটি ছিদ্র করে দেওয়ার পর সেখানে ঘা হতে পারে বা ফোড়ার মুখ খোলা থাকায় ব্যাক্টেরিয়া সংক্রম্নের সম্ভাবনা থেকেই যায়। তাই আপনি চিকিৎসকের পরামর্শে মেডিসিন সাজেস্ট করেনেন । আর সর্বদাই পরিস্কার থাকার চেষ্টা করবেন। আসা করি বুঝতে পারছেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ