শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ব্যাকটেরিয়ার অর্তিনৈতিক গুরুত্ব ঃ প্রতিষেধক টিকা তৈরীতেঃ কলেরা,টাইফয়েড,যক্ষা ইত্যাদি রোগের প্রতিষেধক,অ্যান্টিবায়োটিক ওষুধ প্রস্তুত,ডি.পি.টি রোগের প্রতিষেধক ইত্যাদি তৈরীতে ব্যাকটেরিয়া ব্যাবহারিত হয়। পশু খাদ্য বা সাইলেজ তৈরীঃ পশুখাদ্য হিসেবে ব্যবহারিত খড় জাতীয় পদার্থকে খন্ড খন্ড করে কেটে পানি মিশ্রিত করে Lactobacillus sp. এর কার্যকারিতায় পশু খাদ্য বা সাইলেজ তৈরী হয়। Yeast মিশ্রিত খাদ্য খাওয়ালে গাভীর দুধের গুণগত মান বাড়ে। ফলন বৃদ্ধিঃকিছু কিছু বিশেষ ব্যাকটেরিয়া প্রয়োগ করে ধানের উৎপাদন শতকরা ৩১.৮ ভাগ ও গমের উৎপাদন শতকরা ২০৮ ভাগ বাড়ানো সম্ভব। জেনেটিক ইঞ্জিনিয়ারিংঃএ পদ্ধতিতে অনেক ব্যাকটেরিয়াকে(E.coli,Agrobacterium) বাহক হিসেবে ব্যবহার করা হয়। পাট শিল্পেঃব্যাকটেরিয়ার পচন ক্রিয়ার ফলেই পাটের আঁশ গুলো পৃথক হয়ে যায় এবং আমরা সহজেই পাটের কান্ড থেকে আঁশ ছাড়াতে পারি। চামড়া শিল্পেঃচামড়া হতে লোম ছাড়ানোর ব্যাপারে ব্যাকটেরিয়ার ভুমিকা অপরিসীম।Bacillus এর বিভিন্ন প্রজাতি চামড়ার লোম ছাড়াতে ব্যবহার হত। অন্যান্যঃ জৈব গ্যাস তৈরী এবং হেভী মেটাল বা ভারী ধাতু পৃথকীকরণেও ব্যাকটেরিয়া ভুমিকা রাখে। এসব কাজের দ্বারা ব্যাকটেরিয়া অর্তিনৈতিক খাতে ভুমিকা রাখে।কোন ভুল হলে ক্ষমা করবেন।ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ