HMMOBAROKBD

Call

সৃষ্টিলগ্ন থেকেই বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষিত হওয়া মানুষের স্বভাব৷ সর্বপ্রথম আল্লাহ তায়ালা আদম আঃ এর পাঁজরের হাড্ডি দিয়ে সৃষ্টি করেছেন মা হাওয়া (আঃ) কে,এবং তাদের থেকে আমরা!একজ্য পুরুষের প্রতি নারীর ও নারীর প্রতি পুরুষের একটা বিশেষ আকর্ষণ রয়েছে৷ পরিবরের সমস্ত সুখ থাকার পরও একজন নারী একজন পুরুষ সঙ্গীর প্রয়োজনীয়তা অনুভব করে,আর পুরুষও৷ তাই নারী পুরুষ স্বভাবতই একজন অপরজনের প্রেমে পড়ে৷ আর তাছাড়াও-  একপক্ষ  অপরপক্ষের কথাবার্তা, গুণ, রুচি ও চরিত্রের দৃঢ়তা দেখে প্রেমে পড়ে৷          

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

মূল কারণ যৌনাকর্ষণই হবে, এটা না থাকলে মেয়েদের কে সঙ্গী হিসেবে প্রয়োজন বোধ করত না. সৃষ্টিকুল এর শুরু থেকেই এমনটাই হয়ে আছে উদাহরণ স্বরূপ "হিজড়া"

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

প্রেম ও ভালোবাসা দুটি ভিন্ন বিষয়। প্রেম হলো যৌন্যসম্পর্কের সাথে সম্পর্কিত। আর ভালোবাসা হলো একটি মানবিক অনুভুতি ও আবেগকেন্দ্রিক অভিঙ্গতা। ভালোবাসা বিভিন্ন রকম হতে পারে। কোনো ব্যক্তি, বস্তু বা খাদ্যর প্রতিও ভালোবাসা অনুভুতী হতে পারে। এ থেকে বলা যায় ভালোবাসা একটি নিষ্কাম অনুভুটি, যা স্নেহপূর্ণ মমতায় ভরপুর। অতএব, বর্তমান অধিকাংশ ছেলেরা যৌন্যসম্পর্ক বা শারীরিক কারণে মেয়ের প্রেমে পড়ে। যদি যৌনসম্পর্কিত কোনো বিষয় না থাকে। তাহলে সেটা অন্যকিছু অর্থাৎ ভালোবাসা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ