ছেলে প্রাপ্ত বয়স্ক কিন্তু মেয়ের বয়স ১৬/১৭ দুই জনেই বিয়ে করতে অাগ্রহী কিন্তু মেয়ের বাবা রাজি না এ ক্ষেত্রে তাদের করণীয় হল ১৮ বছর পূর্ণ হওয়ার জন্য অপেক্ষা করা অথবা মেয়ের মা-বাবাকে রাজি করানো। যেহেতু নতুন সংসার অারম্ভ করবে সেক্ষত্রে অভিভাবকের অনুমতি নেওয়া উচিত। অামি মনে করি মা-বাবার অনুমতি ব্যাতিত বিয়ে করা উচিত নয় কারন তারা অামাদেরকে এই পৃথিবীর অালো দেখিয়েছেন।  

♦ তবে মেয়ের বা-বাবাকে রাজি কারানোর একটি পদ্ধতি অাছে তা এখানে বলা হলে অার তা যদি উক্ত ব্যাক্তি অনুসরন করে তাহলে সামাজে বিশৃঙ্খলা তৈরি হতে পারে  বলে অামি মনে করি যার ফলে বিষয়টি অামি এরিয়ে যাচ্ছি। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ