এ বিষয়ে অভিজ্ঞদের উত্তর চাই। বিস্তারিত বুঝিয়ে দিবেন প্লিজ..
Share with your friends

WAP (Wireless Application Protocol) একটি যোগাযোগভিত্তিক প্রোটোকল যা অধিকাংশ মোবাইল Wireless Network বা Wireless ডিভাইসগুলিতে ডাটা এ্যাকসেস এর জন্য ব্যবহার করা হয়। যেমন- ইমেইল এ্যাকসেস, নিউজগ্রুপ, ইন্সট্যান্ট ম্যাসেজিং, ওয়েব এ্যাকসেস এগুলির জন্য ব্যবহার করা হয়। WEB (Word Wide Web) মূলত ইন্টারনেট সার্ভার সিস্টেম যা ফরম্যাটেড ডকুমেন্ট সাপোর্ট করে। এটা মূলত HTML (Hyper Text Markup Language) এ ফরম্যাট করা থাকে। যা কোন লিংক সাপোর্ট করে। যেমন কোন অডিও, ভিডিও, বা বড় কোন ফাইল। আর WAP এর মাধ্যমেই WEB এ এ্যাকসেস করে সেখান থেকে সেগুলি ডাউনলোড বা আপলোড করা যায়। WEB একটি বিস্তৃত প্লাটফর্ম আর WAP কোন ডিভাইসে যোগাযোগভিত্তিক Wireless প্রোটকল।

Talk Doctor Online in Bissoy App