বিশেষ করে বাটন Itel ফোন দিয়ে ইন্টারনেট বা অপেরা মিনিতে প্রবেশ করার সময় Internet ও Web নামে দুইটি অপশন পাওয়া যায়। যেমন
জিপি সিম ব্যবহার করলে :
Gp Internet
Gp Web

বাংলালিংক সিম ব্যবহার করলে :
BL Internet
BL Web

আমার প্রশ্ন হলো Internet ও Web এর মধ্যে পার্থক্য কি?
কোনটা দিয়ে ব্রাউজিং করলে কি হয়?
Share with your friends
Call

Internet: internet হচ্চে International Network যা আমাদের বিশ্বের মাঝে যোগাযোগ ব্যবস্থা।online এর সব সুবিধার নাম internet. এর মাঝে email,web site,emedicine,ecomarch,ebook সহ সব ধরনের online সুবিধা।

অপরদিকে web হচ্চে একটি online সুবিধার নাম।web হচ্চে ইন্টারনেট এর একটি অংশ।

WEB:  

 ওয়েবে যে কেঊ তার সম্পর্কে কোন তথ্য রাখতে পারে। ওয়েবে কোনো তথ্য যা লেখা, অডিও, ভিডিও, স্থির ছবি, অ্যানিমেশন ইত্যাদি হতে পারে তা নির্দিষ্ট অর্থের বিবিময়ে রাখা যায়। বর্ত্মানে সারা বিশ্বে বিভিন্ন বানিজ্যিক প্রতিষ্ঠান তাদের পণ্যের প্রচারের জন্য ইন্টারনেটে তাদের পণ্য সম্পর্কিত তথ্য পরিবেশন করছে। ওয়েবে এরূপ কোনো তথ্য রাখার স্পেস বা পেইজকে ওয়েব পেইজ বলা হয়। ওয়েব পেইজ এক বা একাধিক পৃষ্ঠার হতে পারে। প্রথমে ঢুকলে যে পেইজটি প্রদর্শিত হয় সেটিকে হোম পেইজ বলে।

Talk Doctor Online in Bissoy App