শেয়ার করুন বন্ধুর সাথে
RushaIslam

Call

সাধারণত  XX প্যাটার্ন ডিম্বানুর সমন্বয়ে কন্যা শিশু এবং XY প্যাটার্ন থেকে ছেলে শিশু সৃষ্টি হয় । ভ্রুণের পূর্ণতার স্তরগুলোতে ক্রোমোজোম প্যাটার্নের প্রভাবে ছেলে শিশুর মধ্যে অণ্ডকোষ আর কন্যা শিশুর মধ্য ডিম্বকোষ জন্ম নেয়।পুরুষ হরমোন এন্ড্রোজেন মূলত অণ্ডকোষ থেকে নিঃসৃত হয়  এবং ডিম্বকোষ থেকে নিঃসৃত হয় এস্ট্রোজেন। এক্ষেত্রে ভ্রুণের বিকাশকালে বিভাজন এবং নিষিক্তকরণের ফলে বেশকিছু অস্বাভাবিক প্যাটার্নের/গঠনের সৃষ্টি হয় যেমন XXY অথবা XYY। এর ফলে বিভিন্ন গঠনের হিজড়া শিশুর জন্ম হয়। হিজরা শিশু যাতে না হয় সেজন্য আপনাকে কোনোপ্রকার দ্বৈত ব্যক্তির সাথে শারীরিক মিলন থেকে অবশ্যই বিরত থাকতেহবে। আপনাকে মিলনের ক্ষেত্রে  ধর্মীয় বিধি নিষেধ মানতে হবে অবশ্যই। কিছুক্ষেত্রে ভাগ্যক্রমেই এসব সন্তানের জন্ম হয়ে যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ