RushaIslam

Call

পাইলস এর লক্ষণঃ

  • পাইলসের ক্ষেত্রে প্রধান যে লক্ষণগুলো দেখা যায়, সেটি হলো রক্তপাত। রক্তপাত হয় পায়খানার সঙ্গে, পায়খানার আগে অথবা পরে। দেখা যাচ্ছে, টকটকে রক্ত বের হয়ে আসছে, যখন পায়খানা করতে যাচ্ছে। অথবা করার পরও ফোঁটা ফোঁটা পড়ছে। এটা অল্প পরিমাণ থেকে অনেক বেশি হতে পারে। এখানে কোনো ব্যথা থাকে না। খালি রক্তই পড়ে। কখনো কখনো মলদ্বার এ প্রচুর ব্যথা হয় এবং জালাপোড়া করে।মলদ্বারে পিন্ড বা ফোলা অংশ সৃষ্টি হয়।


  • পাইলস এর কারণে মূত্রনালির সমস্যা দেখা দিতে পারে,প্রোস্টেট গ্রন্থিতে সমস্যা দেখা দেয়,স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়,রক্ত সরবরাহকারী রক্তনালির সমস্যা দেখা দেয় ইত্যাদি।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ