Call

যদি কোন ব্যক্তি ইমামের সাথে শুরু থেকে নামাজ না পায় তাহলে তাকে মাসবুক বলে । মাসবুক ব্যক্তি যদি চার রাকাত  বিশিষ্ট নামাজের দুই রাকাত না পায় তাহলে যে দুই রাকাত পায় নাই সেই দুই রাকাত নামাজ আদায় করার পদ্ধতি হলো একা একা নামাজ পড়লে যা কিছু পড়তে হয় তা পড়তে হবে অর্থাৎ ছানা, কেরাআত সহ পড়তে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

প্রথমত মাসবুক ব্যক্তি ইমামকে যে অবস্থায় পাবে সে অবস্থাতেই নামাজে শরিক হবে। ইমাম সালাম ফিরানো পর্যন্ত ইমামের অনুসরণ করবে আর ইমামের শেষ বৈঠকে ধীরে ধীরে তাশাহুদ পড়বে, দুরুদ ও দোয়া পড়বে না। এরপর ইমাম দুই দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করার পর মাসবুক ব্যক্তি তার ছুটে যাওয়া বাকি নামাজ আদায় করবে। যেহেতু, চার রাকাত নামাজের দুই রাকাত শেষে প্রবেশ করেছেন তাই দুই রাকাত মিস করেছেন। এই বাকি দুই রাকাত নামাজ আদায় করার নিয়ম হলোঃ দাঁড়িয়ে প্রথমে সানা, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ পড়বেন। তৃতীয় এবং চতুর্থ রাকাত ছুটে যাওয়ায় এজন্য প্রথম দুই রাকাতেই সূরা মিলাবেন। মাসবুক ব্যক্তির ছুটে যাওয়া নামাজ আদায়ের পদ্ধতি হলো কেরাত পড়ার ক্ষেত্রে তার ছুটে যাওয়া রাকাতকে প্রথম ও শুরু রাকাত ধরা হবে অর্থাৎ ফাতেহা পড়ার পর সুরা মেলাবে, আর বৈঠক ও তাশাহহুদ পড়ার ক্ষেত্রে ইমামের সঙ্গে পঠিতগুলোকে প্রথম ধরে বাকিগুলোকে পরবর্তী রাকাত গণ্য করে নামাজ আদায় করবে। (আল মাবসূত, সারাখসী ১/১৯০, আল বাহরুর রায়েক্ব ১/৩৭৯)। ওই নিয়মানুসারে কোনো ব্যক্তির চার রাকাতবিশিষ্ট নামাজের জামাতে দুই রাকাত ছুটে গেলে যথারীতি উভয় রাকাতে কেরাত সুরা মিলিয়ে পড়বে এবং এর প্রথম রাকাতে না বসে শেষ রাকাতে বসে আত্তাহিয়াতু, দরুদ শরীফ ও দোয়া পড়ে সালাম ফেরাবে। (খুলাসাতুল ফাতাওয়া ১/১৬৫)। [বিঃদ্রঃ বৈঠকের ক্ষেত্রে শেষের দিকের অনুসরণ করবে, অর্থাৎ চার রাকাত বিশিষ্ট নামজে দুই রাকাত না পেলে প্রথম রাকাতে বৈঠক করবেন না, দ্বিতীয় রাকাতে বৈঠক করবেন।]

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ