একজন শিক্ষকের কাছে শুনলাম,উনি বিসিএস পুলিশ ক্যাডার চয়েজ দিয়েছে বলে বোর্ড বললো,উনি নাকি এই ক্যাডারের জন্য অযোগ্য। কারন তিনি বাংলায় অনার্স করছেন। এদের জন্য নাকি শুধু সাধারণ শিক্ষা বিভাগই যোগ্য। তাই জিজ্ঞেস করা।  উদাহরণ বললে কৃতজ্ঞ থাকবো।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস ভাইভা বোর্ডে যারা থাকেন তাদের কাছে প্রিলি ও লিখিত পরীক্ষার নম্বর থাকে। আপনার স্যারের হয়তো পুলিশ ক্যাডারে চান্স পাওয়ার মত নম্বর ছিল না। তাই হয়তো ভাইভা বোর্ড আপনার স্যার সম্পর্কে এমন মন্তব্য করেছে। তাছাড়া ভাইভা বোর্ড মেন্টালিটি পরীক্ষা করার জন্য এমন করে থাকে। যেমন: বিসিএস ভাইভা বোর্ডে অাপনাকে প্রশ্ন করা হল বাংলাদেশের রাজধানীর নাম কি? আপনি উত্তর দিলেন ঢাকা। ভাইভা বোর্ড বলল আপনার উত্তর ভুল। আপনি ১০০০০০% নিশ্চিত বাংলাদেশের রাজধানী ঢাকা। এখন আপনি যদি এ বিষয় নিয়ে ভাইভা বোর্ডের সাথে তর্কাতর্কি করেন তাহলে ভাইভা বোর্ড আপনার সম্পর্কে খারাপ ধারণা পোষণ করবে এবং ভাইভাতে আপনি কম নম্বর পেতে পারেন। বাংলাদেশের সবচেয়ে ভালো সাবজেক্টে পড়েও বিসিএস পুলিশ ক্যাডার তথা জেনারেল ক্যাডার হতে পারবেন না,যদি না আপনি মেধাতালিকায় চান্স না পান। বাংলাদেশের সবচেয়ে বাজে সাবজেক্ট পড়েও পুলিশ ক্যাডার তথা জেনারেল বিসিএস ক্যাডার হতে পারবেন যদি মেধাতালিকা চান্স। বাংলা পড়ে শিক্ষা ক্যাডার ছাড়া অন্য ক্যাডার হওয়া যায় না-এটা একদম ভুল কথা। বিসিএস জেনারেলে ক্যাডারে অনেক লোক অাছেন যারা বাংলায় অনার্স করেছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ