BCS ক্যাডার আর নন ক্যাডার কি? এর মধ্যে পার্থক্য কি? আর বিসিএস এর প্রস্তুতি কিভাবে নিবো?(কমার্স) বিস্তারিত বুঝিয়ে বলুন প্লিজ। আধা কথা বলবেন না।
Share with your friends

ক্যাডার, নন ক্যাডার দুইটাই বিসিএস পরীক্ষার সব পরীক্ষায় উত্তীর্ণরা পায়-সবাই গেজেটেড।

বিসিএস এর বিজ্ঞপ্তিতে যেসব পদের সংখ্যা উল্লেখ আছে সবগুলো ক্যাডার। পাস করার পরে যারা ক্যাডার পায় না, তাদের প্রথমশ্রেণীর সরকারী চাকরি দেয়া হয়। সেইসব পদ শেষ হলে দ্বিতীয় শ্রেণীর সরকারী চাকরি দেয়া হয়।

প্রস্তুতির জন্য-

  1. প্রথমে সব বিসিএস এর প্রশ্ন শেষ করে ফেলুন
  2. নিজে কোন বিষয়ে পারেন না সেটা নির্ধারণ করুন
  3. সময় বেশী থাকলে না পারা বিষয়গুলোতে বিসিএস এ আসা প্রশ্নের আলোকে পড়াশোনা করুন।
  4. সময় কম থাকলে যা পারেন না, সব বাদ দিয়ে যা পারেন সেগুলো ভালোভাবে পড়ুন।
হয়ে যাবে।
Talk Doctor Online in Bissoy App