শেয়ার করুন বন্ধুর সাথে

সেবা প্রদান না করেও যদি সেবার মূল্য বাবদ অায় গ্রহণ করা হয়,তবে তাকে অনুপার্জিত সেবা অায় বলে। যেমন: অগ্রিম মজুরি গ্রহণ,অগ্রিম বেতন গ্রহণ ইত্যাদি। উদাহরণ: মনে করুন অাপনি মে মাস থেকে একজন ছাত্রকে প্রাইভেট পড়ানো শুরু করবেন। কিন্তু ছাত্রের বাবা অাপনাকে এপ্রিল মাসেই মে মাসের প্রাইভেটের বেতন বাবদ ৪০০০ টাকা দিয়ে দিল। অাপনি কিন্তু সেবা প্রদান করার অাগে অর্থাৎ প্রাইভেট পড়ানো শুরু করার অাগেই বেতন পেয়ে গেছেন। এখানে বেতন বাবদ ৪০০০ টাকা হচ্ছে অনুপার্জিত সেবা অায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ