শেয়ার করুন বন্ধুর সাথে
Waruf

Call

প্রতি একক সময়ে যে পরিমান ডেটা পরিবাহিত হয় তাকে ব্যান্ডউইথ বলে। ব্যান্ডউইথ ৩ প্রকার যথাঃ ১। ন্যারো ব্যন্ড। এর ডেটা পরিবহন রেট ৪৫-৩০০ bps ২। ভয়েস ব্যন্ড। এর ডেটা পরিবহন রেট ৯৬০০ bps পর্যন্ত অনেকে একে ১ মেগাবিট ও বলে থাকে। ৩। ব্রডব্যান্ড। এর পরিবহন রেট ১ মেগা থেকে কয়েক মেগাবিট পর্যন্ত।  উপরের শ্রেনীবিন্যাস থেকে বলা যায় যে। ব্রডব্যান্ড হচ্ছে ইন্টেরনেট সংযোগের জন্য উচ্চ গতির ডেটাপরিবহন ব্যবস্থা।  আগে আমাদের দেশে টুয়েস্টেড পেয়ার কেবল দ্বারা টেলিফোন লাইনের সাথে এই ব্রডব্যান্ড সেবা দেয়া হত। এখনো আছে। কিন্তু এখন জনপ্রিয় হয়েছে অপটিকাল ফাইবার কেবল মাধ্যম দিয়া ব্রডব্যান্ড সেবা। হ্যা এটি যে কেউ পেতে পারে তবে ঐ ব্যক্তির এলাকায় ব্রডব্যান্ড সার্ভিস থাকতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ