শেয়ার করুন বন্ধুর সাথে
Call

মাথাপিছু আয় হলো একটা নির্দিষ্ট সময়ের একজন নির্দিষ্ট লোকের আয়।আর জিডিপি হল একটি দেশের নাগরিকের দ্বারা উৎপাদিত মোট আয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

মাথা পিছু আয় : মাথা পিছু আয় হলো কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের নাগরিকদের গড় আয়। মাথাপিছু আয় দুইটি পৃথক মান দ্বারা নির্ধারিত হয় । 

  1. মোট জাতীয় আয় 
  2. মোট জনসংখ্যা 
কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের মোট জাতীয় আয়কে (GNI) সে দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু জাতীয় আয় বা মাথাপিছু আয় পাওয়া যায় ।
অর্থাৎ মাথাপিছু আয় = মোট জাতীয় আয় ÷ মোট জনসংখ্যা । 
যেমন ধরুন কোনো দেশের মোট আয় 700 কোটি মার্কিন ডলার এবং মোট জনসংখ্যা 14 কোটি । 
অতএব ঐ দেশের মাথাপিছু আয় = 700 কোটি মার্কিন ডলার ÷ 14 কোটি 
= 500 মার্কিন ডলার 
আশা করি মাথা পিছু আয় বুঝতে পেরেছেন । এখন আমরা জিডিপি(GDP=GROSS DOMESTIC PRODUCT) এ যাই 
জিডিপি(Gross Domestic Product): কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে কোনো দেশের জনগণ মোট যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন করে তার অর্থমূল্যকে মোট জাতীয় উৎপাদন বলে । 
জ্ঞতব্য : জাতীয় মোট উৎপাদনের মধ্যে দেশের অভ্যন্তরে বসবাসকারী ও কর্মরত বিদেশী ব্যক্তি ও সংস্থার উৎপাদন / আয় জিডিপির অন্তর্গত হবে  না তবে বিদেশে অবস্থানরত ও বসবাসকারী দেশি নাগরিকের ,সংস্থার ও প্রতিষ্ঠানের আয় / উৎপাদন এর অন্তর্গত হবে । আশা করি বুঝাতে পেরেছি । 

যদি এই দুটো জিনিস আপনি বুঝতে পারেন তাহলে মধ্যকার পার্থক্য করতে পারবেন ধন্যবাদ 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ