প্রিয় বন্ধু প্রশ্নটি বুঝা খুব কঠিন হয়ে গেল যাই হোক আমি আপনাকে সঠিক নিয়ম কী বলে দিচ্ছি আপনি সবচেয়ে প্রথমে নাপাক গুলো ধৌত  করবেন এবং ফরজ গোসল কিভাবে করে সেভাবে গোসল সম্পন্ন করে নিবেন আপনার ফরজ গোসল হয়ে যাবে ।এই উত্তরটি আমার একান্ত ব্যক্তিগত আপনি ইচ্ছে করলে নাও গ্রহণ করতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

প্রথমে বাম হাতে পানি রাখা পাত্রটি কাত করে ডান হাতের উপর পানি ঢালবেন এবং উভয় হাত কবজা পর্যন্ত ধৌত করবেন। তারপর ডান হাত পাত্রে ঢুকাবেন। ঐ হাতে লজ্জাস্থানে পানি ঢালবেন এবং বাম হাতে তা ধুবেন। তারপর বাম হাত মাটিতে রেখে তা উত্তমরূপে ঘষবেন। 'সাবান দিয়ে ধৌত করলেও কোন সমস্যা নেই। এরপর সালাতের জন্য অজু করার ন্যায় অজু করবেন। এরপর অঞ্জলিভরে তিন অঞ্জলি পানি মাথায় ঢালবেন। তারপর সমস্ত শরীর ধৌত করবেন। এরপর গোসলের স্থান হতে সরে উভয় পা ধৌত করবেন। রেফারেন্সঃ সিহাহ সিত্তাহ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

জি যাবে কোন সমস্যা নেই। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ