সৃজনশীল/লিখিত অংশে জেলপেন দিয়ে লিখলে কোন অসুবিধা নেই। তবে রোল নং,রেজিস্ট্রেশন নং,বিষয় কোড এবং নৈর্ব্যক্তিক ভরাট অবশ্যই বলপেন দিয়ে করা উচিত। কারণ OMR শিটের উপরে লেখা থাকে "কালো বলপেন দ্বারা বৃত্ত ভরাট করিতে হইবে"। পরীক্ষায় জেলপেন না ব্যবহার করাই ভাল। কারণ বলপেন দিয়ে যত দ্রুত লেখা যায়,জেলপেন দিয়ে কিন্তু তত দ্রুত লেখা যায় না।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনি পরিক্ষায় জেল কলম ব্যবহার করতে পারবেন না। জেল কলম দিয়ে লিখলে এটি অপর পৃষ্ঠে ছাপ লাগে ,, জেল কলম দিয়ে লিখে বেশকিছু দিন রেখে দিলে  এটি  এলোমেলো হয়ে যায়।  জেল কলম দিয়ে শুধু  শিরোনাম লিখা যাবে।          

Talk Doctor Online in Bissoy App