শেয়ার করুন বন্ধুর সাথে
Mdmijankahn

Call

নিম্নে উল্লেখিত হাদীস থেকে জানতে পারি, হাই উঠে শয়তানের পক্ষ থেকে, করনীয় হলো তা যথাসম্ভব দমন করা আর উঠে গেলে  হাত দিয়ে মুখ ঢেকে দেওয়া। তবে বিজ্ঞান বলছে হাই উঠলে শরীরের কিছুটা উপকার হয়। কিন্তু মুসলিম হিসেবে আমাদের নবীজীর কথাই অগ্রাধিকার দিতে হবে কারণ বিজ্ঞানের কথা অনেক সময় ভুল প্রমাণিত হয়েছে। 1/ আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাই তোলা শয়তানের পক্ষ হতে হয়ে থাকে। কাজেই তোমাদের কারো যখন হাই আসবে তখন যথাসম্ভব তা রোধ করবে। কারণ তোমাদের কেউ হাই তোলার সময় যখন ‘হা’ বলে, তখন শয়তান হাসতে থাকে।  [1]বুখারী হাদীস নং 3289। 2। আসিম ইবনু আলী (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাই তোলা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। সুতরাং তোমাদের কারো যখন হাই আসবে তখন যথাসম্ভব দমন করবে। কেননা তোমাদের কেউ হাই তোলার সময় যখন ‘হা’ বলে, তখন শয়তান হাসতে থাকে। [2]বুখারী হাদীস নং 3059। [3] আবূ গাস্‌সান আল মিসমাঈ, মালিক ইবনু আবদুল ওয়াহিদ (রহঃ) ..... আবু সাঈদ আল খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেউ যদি হাই তোলে তবে সে যেন তার মুখের উপর হাত রাখে। কেননা এ সময় শাইতান (শয়তান) মুখের অভ্যন্তরে ঢুকে। [3]সহীহ মুসলিম হাদীস নং 7221।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ