মাত্র তিন মাস আছে আমি কিভাবে ইং ২য় প্রস্ততি নিব? এডভান্স এবং ডিসকভারি পড়তেছি কিন্তু একটা পড়ি আরেক টা ভুলে না প্যাচ লাগে। ssc 2019
Share with your friends

এর জন্য আপনি (আমিও পারি সাফল্য আনতে) ট্রিপস বইটি পড়তে পারেন। মূল্য ১২০ টাকা। খুব কার্যকরী একটা বই। 

Talk Doctor Online in Bissoy App

Practice makes a man perfect.আপনি নিয়মিত বোর্ড প্রশ্ন solve করুন test paper এর প্রশ্নগুলোও solve করতে থাকুন যেগুলো ভুল হয় সেগুলোর  rules এ চোখ বুলান। তাহলে আপনি ৫০ কেন ৬০/৬৫ পেতে পারবেন। 

Talk Doctor Online in Bissoy App

ইংরেজীতে ভালো করতে হলে Part B তে ৪০ এর মধ্যে কমপক্ষে ৩০ পেতে হবে। আর Part A Grammer এর কিছু নিয়ম ফলো করলেই আপনি ৬০ এর মধ্যে অন্তত ৩০ পাবেন।

Talk Doctor Online in Bissoy App
Call

দেখুন ইংরেজি ২য় পত্রে writing test এর চেয়ে grammatical একটু বেশি মুল্য দিন।কারণ writing test ভালো হলেও একটু টুকটাক নম্বর কাটে ।কিন্তু grammatical ঠিক হলে একটি নম্বরও কাটা যাবে না।

Talk Doctor Online in Bissoy App

২য় পেপার এ গ্রামার আর গ্রামার এ ভালো করতে হলে আপনাকে রুলস গুলা সুন্দর ভাবে আয়ত্ব করতে হবে। আপনি প্রথমে রিটেন সাইড এর দিকে নজর দিন। রিটেন সাইড এ ভালো করতে পারলে বেশ সহজ হবে নাম্বার তোলা। আপনি যখন রিটেন সাইডে ৩০ এ ২৫ পাবেন। তখন গ্রামার থেকে আরো বেশি পাবার চেষ্টা করুন সে জন্য আপনি গ্রামার এর যে অংশ গুলা ভালো পারেন সে গুলাতে আরো ভালো করুন।

Talk Doctor Online in Bissoy App
Najmuljs7

Call

নিচের 2 টি বই পড়ুনঃ

 For Model Question and Writing Part:  

Advance Learner - Chowdhury and Hossain

For Grammar Rules:

Innovative Learner - Shamim Kawser    

Talk Doctor Online in Bissoy App