Call

অনেক ধন্যবাদ আপনাকে। গানের সুরটা যখন মনে পড়বে। তখন গান বাদ দিয়ে জিকির করবেন। আশা করি কিছু দিন চেষ্টা করলে পরিবতন হয়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

গান বাজনা হারাম।  আল্লাহ তায়ালা শয়তানকে উদ্দেশ্য করে বলেন - তাদের মধ্যে থেকে  তুই যাদের স্বীয় স্বর দ্বারা বিপদগামী করতে পারিস তাদের কে বিপদগামী করতে থাক।[ বানী ইসরাইল - ৬৪]


  1. নাবী সাল্লাল্লাহু ' আলাইহি ওয়া সাল্লাম বলেছেন - আমার উমত্তের মধ্যে এমন কতকগুলো দলের সৃষ্টি হবে যারা রেশমি কাপর,মদ ও বাদ্য যন্ত্রকে হালাল মনে করবে।
[বুখারি-৫১৭৬]

এগুলো থেকে বাঁচতে চাইলে আপনার উচিৎ আল্লাহর আশ্রয় পার্থনা করা। নিজের বিবেককে প্রশ্ন করা এটা কি ঠিক। 

আপনি ইসলামি গান শুনতে পারেন সেখানে সমস্যা নেই। কারণ এই গান আল্লাহর পথে নিয়ে যায়। বাদ্য যন্ত্র ব্যাবহার করা হয় না।  ঐ গান শুনার ইচ্ছা হলে ইসলামি গান শুনবেন। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
YaminRasel

Call

Always Pak Pabitro thaken R Jikir koren dakben insa allah thik hoye jave  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ