শেয়ার করুন বন্ধুর সাথে
Call

চিকিৎসাক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহারঃ ১.Tc-99m বা 99m-Tc দেহের হাড় বেড়ে যাওয়া এবং কোথায়,কেন ব্যাথা হচ্ছে তা নির্ণয়ে ব্যবহার হয়। ২.153-Sm অথবা 89-Sr ব্যবহার করে হাড়ের ব্যাথার চিকিৎসা করা হয়। ৩.60-Co থেকে নির্গত গামা রশ্মি নিক্ষেপ করে ক্যান্সার কোষকলাকে ধ্বংস করা হয়। ৪.131-I থাইরয়েড গ্রন্থির কোষ কলা বৃদ্ধি প্রতিহত করে। ৫.32-P রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসায় ব্যবহার হয়। ৬238-Pu হার্টে পেইসমেকার বসাতে ব্যবহার হয়। বিঃদ্রঃ তেজস্ক্রিয় আইসোটোপের বামে এদের ভরসংখ্যা লিখা হয়েছে।আশা করি আপনার উত্তর পেয়েছেন।কোন ভুল হলে ক্ষমা করবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ