Rubidium

Call

প্রশমন বিক্রিয়া মানে হলো এসিড ও ক্ষারের বিক্রিয়া।এখানে তেজস্ক্রিয় মৌলের কোন সম্পর্ক নেই।তেজস্ক্রিয় মৌলরা সাধারণত নিউক্লিয়ার বিক্রিয়া ঘটায়।তারা খুব কম রাসায়নিক বিক্রিয়া ঘটায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

একটি এসিড ও একটি ক্ষারকের বিক্রিয়া পানি ও লবন উৎপন্ন হওয়াকে প্রশমন বিক্রিয়া বলে। এখানে কোন ধাতু বা অধাতু বা মৌল ক্ষারক বা এসিড না হওয়ায় প্রশমন বিক্রিয়ার প্রশ্নই আসেনা।  কিন্তু আমরা জানি ধাতুর অক্সাইড সমুহ ক্ষারক প্রকৃতির তাই কোন তেজষ্ক্রিয় ধাতু যদি অক্সাইড উৎপন্ন করে এবং তা ক্ষারকীয় প্রকৃতির হয় তবেই প্রশমন বিক্রিয়া সম্ভব বা বিক্রিয়া ঘটবে। কিন্তু সরাসরি কোন ধাতুই প্রশমন বিক্রিয়া দেয়না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ