Share with your friends
RushaIslam

Call

ব্যক্তিত্ব বিকাশের মূলমন্ত্র : ১। সুন্দর বাচনভঙ্গিতে কথা বলা। ২।অপরের প্রশংসা করা। ৩।ঠিক পোষাক নির্বাচন। ৪।কথা ও কাজের মিল। ৫। অপ্রয়োজনীয় কথা না বলা। ৬।সামাজিকতা পালন। ৭।ইতিবাচক মনোভাব। ৮।লক্ষ্য ঠিক রাখা।

Talk Doctor Online in Bissoy App
Call

একটা সুন্দর Personality গঠন করতে আপনাকে যা যা করতে হবে _____________ গুছিয়ে কথা বলা আমাদের মধ্যে যেসব মানুষ গুছিয়ে কথা বলতে পারেন তারা কিন্তু সহজেই অন্যকে আকর্ষিত করতে পারেন। তাই সুন্দর বাচনভঙ্গির মাধ্যমেই ব্যক্তিত্ব ফুটে উঠে সবচেয়ে বেশি। সুন্দর করে গুছিয়ে কথা বলা, স্পষ্ট উচ্চারণ, কথা বলার সময় চোখের দিকে তাকিয়ে কথা বলা এবং ভাবপ্রকাশের দিকে লক্ষ্য রাখলেই আপনার ব্যক্তিত্ব ফুটে উঠবে সবচেয়ে বেশি। সঠিক পোশাক ব্যক্তিত্বের ক্ষেত্রে পোশাক অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। সব সময় দেহের গড়ন ও বয়সের সঙ্গে মানানসই পোশাক পরিধানের চেষ্টা করুন। মানানসই শালীন পোশাকে আপনার রুচি-বোধের পাশাপাশি ব্যক্তিত্ব ফুটে উঠবে সবচেয়ে বেশি। আত্মবিশ্বাসী হোন আত্মবিশ্বাস ছাড়া কিন্তু ব্যক্তিত্ব অচল। আপনার প্রবল আত্মবিশ্বাস আপনার ব্যক্তিত্বকে আমূল পাল্টে দিতে পারে। যে কোনো কাজে নিজের আত্মবিশ্বাস বজায় রাখতে পারলে তাতে যেমন সফল হওয়া যায় তেমনি কথাবার্তা ও ব্যক্তিত্বেও সেটা ফুটে ওঠে। কথা ও কাজে মিল রাখুন ব্যক্তিত্ববান মানুষকে অবশ্যই কথা ও কাজের মধ্যে সামঞ্জস্য রাখতে হয়। যে কাজটি করা আপনার পক্ষে করা সম্ভব না সেটা না বলাই ভালো। সব সময় চেষ্টা করুন কথা ও কাজে মিল রাখতে। সামাজিক হোন জন্মসূত্রে আমরা সবাই সামাজিক জীব হলেও অনেকেই সামাজিক রীতিনীতি ও দায়িত্বের ধার ধারেন না। সামাজিকতা পালন না করে নিজেকে গুটিয়ে রাখলে কখনই কারও ব্যক্তিত্ব প্রকাশ পায় না। কাজেই ব্যক্তিত্ববান হতে চাইলে সর্বপ্রথম সামাজিকতা বাড়িয়ে তুলুন, সবার সঙ্গে হাসিমুখে কথা বলুন। ইতিবাচক চিন্তা দুঃসাধ্য কাজেও সফলতা এনে দিতে পারে ইতিবাচক চিন্তা। নেতিবাচক চিন্তার মানুষ সারাক্ষণই হতাশা, দুঃখ ও বিষণ্নতায় ভোগে যা ব্যক্তিত্বকে বেশি মাত্রায় ক্ষুণ্ন করে। তাই ব্যক্তিত্ব বজায় রাখতে ও ব্যক্তিত্ববান হতে চাইলে সব পরিস্থিতিতেই ইতিবাচক চিন্তা করুন। উপরের সকল নিয়ম মানলে আশাকরি আপনার কিছুটা হলেও আপনার ব্যাক্তিত্ব এবং একটা সুন্দর Personality তৈরি হবে। [সংরক্ষিত]

Talk Doctor Online in Bissoy App