এর ভিতর কোনটায় বেশি স্পিড পাব?কোনটা বেশি ভাল হবে?


Share with your friends
Waruf

Call

www হচ্ছে world wide web. ক্লিয়ার ওয়েবের প্রতিটা ওয়েবসাইট www এর সাথে যুক্ত থাকে। কিন্তু ডোমেইন নেম গুলোতে এই www যুক্ত থাকে না। সাধারনত ডোমেইন নেমকে খোলা নাম বলা হয়, যেমন bissoy.com হচ্ছে একটি ডোমেইন নেম যা কোন এক কোম্পানির কাছ থেকে রেজিস্টার্ড করা। এটি হচ্ছে খোলা নেম। এখন হোস্টিং প্যানেলে ওয়েবসাইটকে নির্দিষ্ট আইপি দিতে এবং এই bissoy.com খোলা নামকে ওয়েবের সাথে পরিচয় যুক্ত করতে অবশ্যই www সেট করতেই হয়। হোস্টিং এর সি প্যানেল থেকে ডোমেইন নাম সেট করতে এ কাজ করতেই হবে। তবেই তা ব্রাউজার থেকে আবেদন পাঠালে নির্দেশ গ্রহন করে। কিন্তু সমস্যা আছে কিছু কিছু ইউজার ওমনি বক্স এ বা এড্রেস বারে এড্রেস টাইপ করার সময় অতিরিক্ত www লেখেন না। তখন সার্ভার কোন তথ্য পাঠায় না। এই অসুবিধা দূর করার জন্য সি প্যানেলে bissoy.com কে রিডাইরেক করে www তে যুক্ত করার অপশন থাকে। এটি এনেবল করলে ইউজার www টাইপ না করলেও খোলা নাম রিডাইরেক্ট হয়ে ওয়েব হিসাবে সার্ভারে যায় তখন সার্ভার রিকুয়েস্ট গ্রহন করে তথ্য পাঠায়। এবং আমরা সাইট দেখতে পাই।

কাজেই পার্থক্য হিসাবে নির্দিষ্ট কিছু বলা যাবেনা, শুধু এইটুকু বলা যেতে পারে যে , bissoy.com হচ্ছে ডোমেইন নেম এবং www.bissoy.com হচ্ছে ওয়েবের সাথে যুক্ত একটি সাইটের নেম। 


www বা শুধু bissoy.com যায়ই দিন এতে স্পিডের সম্পর্ক নাই। 
Talk Doctor Online in Bissoy App