আমার লেপটপ hp,   লেপটপ দিয়ে তেমন কোন কাজ  করি না,, কিন্তু এখন নিজের ছবি ফটোশপ সিসি দিয়া এডিট করি(ইউটিউব থেকে শিখেছি)। কিন্তু এডিট করার সময় লেপটপ অনেক ধীরে কাজ করে। তার ফলে windows 7 সেটাপ দেয়( ইউটিউব দেখে) কিন্তু কিছুই হলনা.. আগের মতই কাজকরে...  আরো অনেক সমস্যা সৃষ্টি হয়।  iTunes সহ,আরো অনেক Apps  ইনিস্টল হয়না,  এর থেকে বড় সমস্যা হল wifi   কানেকশন হয় না,,  wifi image কানেকশন এর এখানে রেড ক্রস চিহ্ন।।  এখন আমি কি করব . . 

বর্তমানে আমি মাইক্রোসফট অফিসের কাজ গুলা শিখতে চায়ছিলাম. .
দয়া করে এর সমধান দিবেন. ..


Share with your friends
NirobAhmad

Call

আপনি মাদারবোর্ড ড্রাইভার ইন্সটল দেন নি। তাই ল্যাপটপের মূল পারফরমেন্স পাচ্ছেন না। আর ওয়াইফই কানেক্ট না হওয়ারও কারন হলো ওয়াইফাই ড্রাইভার ইন্সটল করা হয়নি। তাই আপনি আপনার ল্যাপটপের সকল ড্রাইভার ইন্সটল করুন। দেখুন ল্যাপটপ ভালো কাজ করছে। আর এপস ইন্সটল না হওয়ার অনেক কারন হতে পারে। আপনি শিউর হয়ে নিনযে,আপনি ৩২ বিট না ৬৪ বিট ইন্সটল করেছেন। যদি ৩২বিট ইন্সটল করে থাকেন তাহলে ৩২বিটের এপস ইন্সটল করুন। আর যদি ৬৪ বিট হয় তাহলে ৬৪ বিটের এপস ইন্সটল করুন। আপনি আরো তথ্য পেতে আপনার ল্যাপটপ মডেল, পূর্বে উইন্ডোজ এর কোন ভার্সন ইউজ করেছেন আর এখন উইন্ডোজ ৭ ৩২/৬৪ বিট ইউজ করছেন তা উল্লেখ করুন।

Talk Doctor Online in Bissoy App