শেয়ার করুন বন্ধুর সাথে
Call

১.জারণ বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ হয়।আর বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রন গৃহিত হয়।       ২.জারণ বিক্রিয়ায় অক্সিজেন বা তড়িৎ ঋনাত্মক মৌলের সংযোগ হয়।আর বিজারণ বিক্রিয়ায় অক্সিজেন বা তড়িৎ ঋনাত্মক মৌলের অপসারণ হয়।     ৩.জারণ বিক্রিয়ায় হাইড্রোজেন বা তড়িৎ ধণাত্মক মৌলের অপসারণ হয়।আর বিজারণ বিক্রিয়ায় হাইড্রোজেন বা তড়িৎ ধণাত্মক মৌলের সংযোগ হয়।       ৪.জারণ বিক্রিয়ায় জারণ সংখ্যার বৃদ্ধি ঘটে।আর বিজারণ বিক্রিয়ায় জারণ সংখ্যার হ্রাস ঘটে।           ৫.যে জারণ ঘটায় তাকে বলে বিজারক।আর যে বিজারণ ঘটায় তাকে জারক বলে। ৬.জারণঃZn→Zn^(2+) +2e^(-) বিজারণঃCu^(2+) +2e^(-) →Cu.

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ