Porimolray

Call

আপনার বইয়ে বিষয় গুলো ভালোকরে দেয়াই আছে যেমন সক্রিয় ধাতুর বিত্রিয়া,ধাতব কার্বনেট,বাইকার্বনেট,হাইড্রঅক্সাইড অক্সাইড ইত্যাদি বিত্রিয়া শুধু প্রাকটিস করবেন। এছাড়া আপনাকে যোজনী জানতে হবে,সমতাকরন পদ্ধতি,কোনটি ধাতু অধাতু চিনতে হবে। এগুলা বিষয় এবং কিছু বিক্রিয়া প্রাকটিস করবেন তাহলেই আয়ত্বে আসবে।

Talk Doctor Online in Bissoy App
Call

রাসায়নিক বিক্রিয়া ভালো করে পারতে হলে আপনাকে প্রতিটি যৌগ ও মৌলের যোজনী জানতে হবে । আয়নিক যৌগ ও সমযোজী যৌগ সম্পর্কে ধারণা থাকতে হবে । এছাড়া বিক্রিয়া লেখার নিয়মগুলো জানতে হবে । বিক্রিয়া লেখার নিয়মগুলো নিম্নে উল্ল্যেখ করা হলো- 1.রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক সমূহকে সমান বা অ্যারো চিহ্ণের বাম পাশে এবং উৎপাদকে ডান পাশে লিখতে হয়। 2.বিক্রিয়ায় একাধিক বিক্রিয়ক এবং একাধিক উৎপাদ থাকলে তাদেরকে যোগ চিহ্ন দিয়ে লিখতে হবে। 3.সমীকরণের বামপাশের বিভিন্ন মৌলের পরমাণুর সংখ্যা এবং ডানপাশের একই মৌলের পরমাণুর সংখ্যা সমান করতে হবে। 4.বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা যৌগের ডান পাশে প্রথম বন্ধনীর মধ্যে লেখা। যেমন কঠিন (solid) হলে(s),তরল(liquid) হলে (l), গ্যাসীয়(gaseous) হলে(g), জলীয় দ্রবণ(aqueous solution) হলে(aq) আশা করি এগুলো অনুসরণ করলেই আপনি উপকৃত হবেন

Talk Doctor Online in Bissoy App

আপনি ক্লাসের পাঠগুলো মনোযোগ সহকারে শ্রবণ করলে আশাকরি আপনিই সমাধান বেড় করতে পারবেন। ধন্যবাদ।

Talk Doctor Online in Bissoy App