Call

শিক্ষক নিবন্ধন পরিক্ষা একেক প্রাতিষ্ঠানে একেক রকম হয়। যেমন, প্রাইমারি তে ssc বা hsc, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে বিয়ে পাশ হতে হয়। এভাবে সর্বোচ্চ মাস্টার্স আর সর্বনিম্ন ssc বা hsc. তাছাড়া, ভালো ফলাফল হলে, ভালো প্রাতিষ্ঠানে চান্স পাবেন।

Talk Doctor Online in Bissoy App
Call

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক হতে হবে। তবে এ ক্ষেত্রে কারও অধিকতর যোগ্যতা থাকলেও আবেদনের ক্ষেত্রে কোনো বাধা নেই। কিন্তু পরীক্ষায় অবতীর্ণ কোনো প্রার্থীর আবেদন এ ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়, তবে সদ্য পাস করা প্রার্থীরা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের দেওয়া প্রশংসাপত্র, টেব্যুলেশন শিট, মার্কশিট, প্রবেশপত্রসহ আবেদন করতে পারবেন। ডিগ্রি পাশ যেহেতু স্নাতক ।তাই ডিগ্রি পাশ করে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে পারবেন । শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদনের জন্য প্রার্থীর সমগ্র শিক্ষাজীবনে যেকোনো একটিমাত্র তৃতীয় বিভাগ বা এর সমমনা জিপিএর ফলাফল গ্রহণযোগ্য হবে, এ ক্ষেত্রে প্রার্থীর শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ বা এর সমমনা জিপিএ একবারের বেশি হলে প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুপযুক্ত বলে বিবেচিত হবেন। সহজ কথায় SSC , HSC এবং স্নাতক এই তিনটির মধ্যে একটিতে তৃতীয় বিভাগ হলেও সমস্যা নেই । কিন্তু দুটিতে তৃতীয় বিভাগ থাকলে হবে না ।

Talk Doctor Online in Bissoy App