বর্তমানে গ্রামীণফোন 3G সিম 4G-তে রেজিষ্টার করলে কোনো ইন্টারনেট অফার/এমবি ফ্রী দিবে কি?

তাছাড়াও, আমি যদি গ্রামীণফোন নতুন সিম ক্রয় করি, তাহলে তাতে কত এমবি ফ্রী পাবো?  


Share with your friends

আপনি যদি আপনার ৩ জি সিমটি ৪ জিতে রিপ্লেস করেন তাহলে নিমোক্ত অফারটি পাবেন ।

বর্তমানে 4G সিম রিপ্লেস করলেই পাচ্ছেন auto tagging এ ফ্রি 5GB (4G) এবং 1.5GB (4G/3G) মেয়াদ 7 দিন। 4G ডাটা ব্যবহার এর ক্ষেত্রে 4G সিম, 4G enable হ্যান্ডসেট, হ্যান্ডসেট এর নেটওয়ার্ক মুড 4G/LTE করে নিতে হবে এবং 4G কভারেজ এরিয়া এর মধ্যে থাকতে হবে।

অপরদিকে নতুন সিম অফার হচ্ছে ঃ

প্রথমবার ঠিক ৩৪ টাকা রিচার্জে ২৪ ঘণ্টা যেকোন অপারেটরে ১ পয়সা/সেকেন্ড (কল রেটের উপর ৫% এসডি + ১৫% ভ্যাট + ১% এসসি প্রযোজ্য হবে) কল রেটে কথা বলতে পারবেন মেয়াদ ৩০ দিন। সাথে পাবেন ৭ দিন মেয়াদে ১ জিবি ইন্টারনেট এবং ২ টি এমএমএস (ফ্রি)।

এছাড়া ঠিক ৯ টাকা (এসডি + ভ্যাট + এসসি সহ) রিচার্জে ১ জিবি ইন্টারনেট ৭ দিন মেয়াদে কেনার সুবিধা পাবেন। অফারটি সংযোগ চালু হওয়ার মাস সহ প্রতি মাসে সর্বোচ্চ একবার করে ৯ মাস পর্যন্ত নেওয়া যাবে।


সোর্স গ্রামীনফোন অনলাইন ।

Talk Doctor Online in Bissoy App