Jamiar

Call

যদি অনিরাপদ সময়ে অনিরাপদ ভাবে সহবাসে করলে অনাকাঙ্ক্ষিত ভাবে প্রেগন্যান্ট হলে পরবর্তীতে মাসিক বন্ধ হবে আর মাসিক বন্ধ হওয়ার ৩/৪ সপ্তাহ পর প্রেগন্যান্সির লক্ষন আসতে আসতে প্রভাব ফেলবে সেই লক্ষন গুলো হলো

  1.  খাবারে অনীহা: 
  2.  মন মেজাজের উঠানামা (রাগি হওয়া) 
  3. প্রেগন্যান্ট হওয়ার ৪/৫ মাস পর পেট ফুলা বোঝা যাবে।
  4. ঘন ঘন প্রস্রাবের বেগ 
  5. অবসন্নবোধ: 
  6. স্তন কোমল ও স্ফীত হওয়া। 
  7.  বমি বমি ভাব  বা প্রচুর বমি হওয়া
  8. বর্ধিত শারীরিক তাপমাত্রা  উঠা নামা করা ।
  9. আর  সর্বশেষ  হলো  বাসায় স্ট্রিপ কাটি দিয়ে  প্রেগনেন্সি টেস্ট    করবেন তবে ৩ সপ্তাহ পর  স্ট্রিপ কাটি দিয়ে  প্রেগনেন্সি টেস্ট    করলে সঠিক রেজাল্ট পাওয়া যায়।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ