Call

হযরত আবু হুরায়রা রা. স্বীয় দাঁড়ি ধরতেন, অতঃপর অতিরিক্ত অংশ কেটে ফেলতেন। (মুসান্নাফ লি-ইবনি আবি শাইবা- ১৩/১১২) ওমর রা.যখন হজ্জ্ব বা উমরা আদায় করতে, তখন স্বীয় দাঁড়ি মুষ্টি করে ধরতেন, অতঃপর অতিরিক্ত অংশ কেটে ফেলতেন। ইমাম হা দারি মুন্ডানো হারাম ,, https://m.somewhereinblog.net/mobile/blog/asksumon0000/29542234, , তাছাড়া অধিকাংশ মাজহাবের মতে দারি মুন্ডানো হারাম,, তবে দারির অতিরিক্ত চুল যা সৌন্দর্য নষ্ট করে দেয় তা কেটে দেয়া যায়,,

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এক মুষ্টি পরিমাণ দাঁড়ি রেখে অতিরিক্ত অংশ কেটে ফেলা জায়েজ আছে।কেটে এক মুষ্টির কম রাখা বৈধ নয়; বরং তা কবিরা গুনাহ। বুখারী শরীফে ইবনে উমার রাঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,তোমরা মুশরিকদের উল্টো করবে; দাড়ি লম্বা করবে, গোঁফ ছোট করবে। ইবনে উমার রাঃ যখন হজ্ব বা উমরা করতেন, দাড়ি মুষ্টি করে ধরে অতিরিক্ত অংশ কেটে ফেলতেন।(বুখারী শরীফঃ৫৮৯২) উল্লেখিত হাদিসে ইবনে উমারের রাঃ দাড়ির অতিরিক্ত অংশ কেটে ফেলায়, আলেমগণ দাড়ির এক মুষ্টির অতিরিক্ত অংশ ফেলার অনুমতি দিয়েছেন।এর বেশি বৈধ নয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ