এতটুকু দূর থেকে সালাম দেয়া যাবে যতটুকু দূর থেকে কবরকে দেখা যায়। আর এতটুকু দূর যেখান থেকে কবর দেখা যায় না সেখান থেকে সালাম দেয়ার বিধান শরীয়তে নেই। তথাপি যদি কেউ সালাম দেয় তাহলে সমস্যা নেই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
mDkhokaNmiA

Call

একটু দুর থেকে সালাম দিতে পারেন। তবে এই সালাম দিতে হবে, "আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর"

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Habib96

Call

কবরবাসীকে সালাম দেওয়ার সহীহ পদ্ধতি বিভিন্ন হাদীসে বর্ণিত হয়েছে। আয়েশা রা. বলেন, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে বাকী, কবরস্থানে যেতেন এবং বলতেন- السلام عليكم دار قوم مؤمنين، وإنا إن شاء الله بكم لاحقون. (অর্থ :) হে মুমিন কবরবাসী! তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। ইনশাআল্লাহ আমরাও তোমাদের সাথে মিলিত হব। -সহীহ মুসলিম, হাদীস ২৪৯ অন্য হাদীসে এসেছে, সুলায়মান রাহ. তার পিতা বুরায়দা রা. থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিক্ষা দিতেন, তারা যখন কবরস্থানে যাবে কবরবাসীকে যেন এভাবে সালাম দেয়- السَّلَامُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ، وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَاحِقُونَ، نَسْأَلُ اللَّهَ لَنَا وَلَكُمُ الْعَافِيَةَ (অর্থ:) হে মুমিন ও মুসলিম কবরবাসী! আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আমরাও ইনশাআল্লাহ আপনাদের সাথে মিলিত হব। আল্লাহর দরবারে প্রার্থনা করছি তিনি যেন আমাদেরকে এবং আপনাদেরকে শান্তি দান করেন। -সুনানে ইবনে মাজাহ, হাদীস ১৫৪৭ অতএব হাদীসে বর্ণিত নিয়মেই কবরবাসীকে সালাম দিতে হবে। এছাড়া অন্যকোন ভাবে সালাম দেয়া যাবেনা৷ তবে শুধুমাত্র রাসুল সাঃ এর উপর দূর থেকেও সালাম-সালাত পাঠানো জায়েজ আছে৷ কেননা তা ফেরেস্তার মাধ্যমে আল্লাহ তায়ালা পৌছে দেন, আর এ ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ