MDPrant0

Call

জি এইরকম দুটি উপায় আছে।

প্রথমত আপনার স্মার্ট TV থাকতে হবে। 

এবং wifi সংযোগ  থাকতে হবে।

প্রথমত আপনি যদি youtube ব্যবহার করেন, আপনার adroid ফোনে,  youtube app এ প্রবেশ করুন, এর পর আওনার TV তে youtuve app টি install করে নিন।

ফোনে youtube app এর settings এ যান, watch on tv অপশন এ যান,   একই ভাবে টিভি তেও Youtube app এ setting থেকে watch on tv অপশন এ যান, (আপনার android phone ও tv দুটি তেই একই wifi connected থাকতে হবে)

ফোনে লেখা আসবে  tv found, সেটাতে click করবেন, এভাবে আপনার টিভির সাথে মোবাইল connected হয়ে যাবে, এর পর যেকোনো একটা ভিডিও প্লে করলেই সেটা টিভি তেও প্লে হবে।

এছারাও আরেকটি উপায় আছে সেটি হচ্ছে, chrome cast.

এর জন্য আপনাকে একটি আলাদা ডিভাইস কিনে নিতে হবে, সেটার নাম chrome cast. 

এটি আপনি youtube এ বিস্তারিত tutorial দেখলে ভাল বুজবেন।image          

Talk Doctor Online in Bissoy App