বিশেষকরে হিজবুল্লাহ, আপনার উত্তর কামনা করছি। 


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ام অর্থ মাতা, আর قری অর্থ হল - জনপদ। সুতরাং "উম্মুল কুরা" (ام القری)- এর সম্মিলিত অর্থ, 'জনপদের মাতা'। মহান আল্লাহ তা'য়ালা মক্কা নগরীকে "উম্মুল কুরা" বা জনপদের মাতারূপে আখ্যায়িত করেছেন। কারণ, পৃথিবী সৃষ্টির পূর্বেই আল্লাহ তায়ালা কা'বা ঘরের নিম্নস্থিত ভূমি সৃষ্টি করেছেন। অতঃপর চতুর্দিকের ভূমি সম্প্রসারিত করেছেন। আর, এদিক দিয়ে মক্কা নগরী পৃথিবীর মূল ও প্রথম ভূখন্ড।  অথবা, আল্লাহ তা'য়ালা দুনিয়ার মানুষের লক্ষ্যকেন্দ্র কাবা ঘর সৃষ্টি পূর্ব লগ্নেই এ নগরকে সৃষ্টি করেছেন এবং দুনিয়ার মানুষের জন্যে তাকে কেন্দ্রীয় মিলনক্ষেত্র নির্বাচিত করেছেন। আর, এটা - আল্লাহর সর্বশেষ নবীর জন্মস্থান ও কুরআনের প্রথম অবতরণস্থল হওয়ার কারণেও এ নগরকে "উম্মুল কুরা" বা জনপদের জননী/আদি নগরী নামে আখ্যায়িত করেছেন। সুতরাং, এটা দ্বারাই প্রতীয়মান হয় যে, দুনিয়ার মানুষের কেন্দ্রীয় পুণ্যভূমি হলো মক্কা নগরী।               

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ