শেয়ার করুন বন্ধুর সাথে
Call

انا خير منه দ্বারা অনেক কিছুরই ব্যাখ্যা করা যায়। তার মধ্যে উল্লেখযোগ্য হলো - 'انا' শব্দের অর্থ আমি, 'خير' শব্দের অর্থ কল্যাণ, এবং 'منه' শব্দের অর্থ দাড়ায় - তার থেকে/তার চেয়ে। এখানে একদিক থেকে যদি ধরি, তাহলে এর ব্যাখ্যা হতে পারে শয়তানের ক্ষেত্রে। 'انا خير منه' এর সমষ্টিগত অর্থ হল - "আমি তাঁর চেয়ে উত্তম"। আর এরকম কথা হযরত আদম (আঃ) কে ইবলিশ বলেছিল। ইবলিস জাতিতে জ্বীন হলেও, ইবাদতের মাধ্যমে সে ফেরেশতাদের মর্যাদায় উন্নীত হয়েছিল। আল্লাহ তায়ালা ফেরেশতাদেরকে বললেন হযরত আদম (আঃ) কে সিজদাহ করতে। সকল ফেরেশতা সিজদাহ করলেও ইবলিস যুক্তি দেখালো আমি আগুনে তৈরি, যা ঊর্ধ্বমুখী। আর আদম মাটি দিয়ে তৈরি, যার গতি নিম্নমুখী। সুতরাং 'আমি তাঁর থেকে উত্তম'। আর এ অহংকারের যুক্তিই তাকে বিতাড়িত শয়তান বানিয়ে দিল।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ