আর এটা কাজ করবে কিভাবে?
শেয়ার করুন বন্ধুর সাথে
Unknown

Call


0
সর্বোত্তম উত্তর
ল্যাপটপের টাচপ্যাড সচল করার জন্য নিচের প্রক্রিয়া অনুসরণ করুনঃ ১। আপনার ল্যাপটপে টাচপ্যাড ড্রাইভারটি রিমুভ করে আবার ইন্সটল করুন। এতে কাজ হতে পারে। অনেক সময় উইন্ডোজ আবার নতুন করে সেটাপ দিলেও কাজ হয়। ২। ল্যাপটপ এর টাচপ্যাড এর নিচে কার্বন থাকে। সেখানে ধুলো অমলে ঠিক মতন কাজ করে না। তাই আপনি পারলে সেটি খুলে একটু পরিষ্কার করে দেখেন। ৩। আপনি ভুলে টাচপ্যাড লক করে রেখেছেন। 'fn' কী চেপে ধরে হাত বা আঙ্গুলের উপরে X চিহ্নযুক্ত বাটন চাপুন। এতে টাচপ্যাড লক থাকলে আনলক হয়ে যাবে। ৪। এক্ষেত্রে কাজ না হলে টাচপ্যাড সেটিংস পরীক্ষা করুন। ‘Control Panel’ হতে ‘mouse settings’ যান। তারপর ‘Change mouse settings’ সিলেক্ট করুন। ডায়ালগ বক্স ওপেন হলে ‘Settings’ ক্লিক করে সবকিছু সচল করুন। ৫। যদি এটি কাজ না করে তাহলে সম্ভবত আপনার নতুন ড্রাইভার প্রয়োজন। আপনার ল্যাপটপ নির্মাতা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যান ল্যাপটপের মডেল নম্বর দিয়ে এর জন্য টাচপ্যাড ড্রাইভার অনুসন্ধান করুন। যদি কোন ড্রাইভার পান তাহলে ইনস্টল করুন।

তথ্যসূত্রঃ 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ