শেয়ার করুন বন্ধুর সাথে

Local Disk-C ছাড়া আপনি যেকোনো Local Disk যেমন- Local Disk-D,E,F,G এগুলো খালি করতে পারেন। কিন্তু আপনি চাইলেও Local Disk-C খালি করতে পারেন না। কারণ, আপনার Windows এর সম্পূর্ণ ফাইল Local Disk-C তে স্থান করে নিয়েছে। সেক্ষেত্রে, আপনি যদি Local Disk-C খালি করতে চান, তাহলে আপনার ল্যাপটপের সমস্যা হবে। সমস্যাগুলো হলে- আপনি Local Disk-C থেকে যদি কোনো প্রোগ্রামের ফাইল মুছে ফেলেন, তাহলে সেই প্রোগ্রামে কাজ করতে পারবেন না। প্রোগ্রামটি সমস্যা দেখাবে।আর যদি সমস্ত ফাইল মুছে ফেলতে চেষ্টা করেন, তাহলে আপনার ল্যাপটপটি পুনরায় Windows দেওয়া লাগতে পারে। ধন্যবাদ।  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ