Jamiar

Call

isovent 200mg ঔষধ  গর্ভাবস্থা পরিসমাপ্তি, আইনগত গর্ভপাত করার জন্য ব্যবহার করা হয়। মানে অনাকাঙ্ক্ষিত ভাবে মাসিক বন্ধ হয়ে প্রেগন্যান্ট হলে উক্ত ঔষধ খেয়ে প্রেগন্যান্সি (গর্ভপাত )রোধ করা যায়। আর যদি উক্ত সমস্যার জন্য এই ঔষধ সেবন না করে হঠাৎ করে অজান্তেই খেয়ে ফেলেন তাহলে এর পার্শ্বপ্রতিক্রয়া সম্পুর্ন ভাবে দেখা দিতে পারে যেমন:-

  1. পেটে ব্যথা
  2. ভারি মাসিক প্রবাহ
  3. অতিসার
  4. বমি
  5. ভারি যোনি রক্তপাত
  6. কোষ্ঠকাঠিন্য
  7. খাদ্যনালী গ্যাস জমে
  8. বমি বমি ভাব
  9. বদহজম
  10. চামড়া লাল লাল ফুসকুড়ি
তবে উপরোক্ত পার্শ্বপ্রতিক্রয়া দেখা না দিয়ে আরো জটিলতা ভাবে দেখা দেয় তাহলে অবস্বই  গাইনি ডাক্তার এর কাছে যাবেন। আর এই পুরো ব্যপারে সঠিক ভাবে যাচাই করতে আপনি গাইনি ডাক্তার এর কাছে জেনে নিতে পারেন। 
Talk Doctor Online in Bissoy App