যৌনশক্তি বাড়ানোর জন্য পষ্টিকর খাবার গ্রহন করুন।দুধ ডিম মধু কলোজিরা রসুন সকাল বিকাল খাবেন।লিঙ্গ বড় করার কোন উপায় নেই।৪ ইন্চি লিঙ্গ যৌন সুখ দেওয়ার জন্য যতেষ্ট।আর ঔষধটি খাবেন না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আমার জানামতে প্রতিদিন রাতে ঘুমানোর সময় লিঙ্গে মধু মালিশ করলে লিঙ্গ দীর্ঘ ও মোটা হয় এবং অধিক সময় ধরে সহবাস করা যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jamiar

Call

যৌন শক্তি বাড়ানোর উপায় হলো নিয়মিত পুষ্টিকর খাবার আর, সিদ্ধডিম, মধু, কলা,দুধ, খাবেন।মধু দিয়ে রসুন খাবেন এবং লিঙ্গে মধু মালিস করুন। যৌন শক্তি বাড়ানোর জন্য কোন ঔষধ খাবেন না।


না লিঙ্গ ৪ ইঞ্চি থেকে বড় করার কোন উপায় নেই। আপনার ২৫ বছর পর্যন্ত লিঙ্গের গঠন পরিবর্তন হতে থাকবে, এর জন্য আপনাকে উপরোক্ত  খাবার গুলো খাবেন।


,,,,,জিনসেং ক্যাপসুল আমি কোথাও পেলাম না, (এখানে জিনসেং এর বিস্তারিত দেখুন),,

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
সময়

Call

ঔষধ সেবন না করে আপনি বরং প্রাকৃতিক উপায়ে যৌন শক্তি বাড়াতে সচেষ্ট হোন। পুষ্টিকর খাবার খাবেন যেমন দুগ্ধজাত খাবার, ডিম, খেজুর বিশেষ করে মরিয়ম খেজুর খাবেন। আপনি জেনে খুশি হবেন আপনার যৌনাঙ্গ সুন্দর বৈবাহিক সম্পর্ক উপভোগ করতে যথেষ্ট। মেয়েদের জি স্পট যৌনাঙ্গের খুবই কাছাকাছি থাকে যা কিনা ২" থেকে যেকোনো সাইজের পরুষাঙ্গই তা উদ্দিপিত করতে পারে। তবে আপনাকে খেয়াল রাখতে হবে যেন আপনি শৃঙ্গারে যথেষ্ট সময় দেন। তাহলেই আপনি পাবেন আপনার প্রত‍্যাশিত আনন্দময় যৌনজীবন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call
- যৌন শক্তি বৃদ্ধির ঘরোয়া উপায় হলো- নিয়মতো ভালো খাবার খান। গুরুপাক খাবার পরিহার করুন। যেহেতু আপনি পুরুষ টক জাতীয় খাবার কম খান। মিষ্টি ও দুগ্ধজাত খাবার বেশি খান। যেমন- বাদাম, ছোলা পেয়াজ- রসুন, দুধ ডিম ইত্যাদি।

- যৌনাঙ্গ বড় করতে আপনি যা করবেন- হস্তমৈথুন পরিহার করুন। সকাল বিকাল সরিষার তৈল মালিশ করুন। এতো বেশি করবেন না যে, স্খলন হয়। সহবাসে সময় নিন। ঘন ঘন বীর্যপাত করবেন না। সহবাসের শেষে দ্রুত লিঙ্গ বের করবেন না। আর বের করে সাথে সাথে মুছবেন না। একটু সময় নিন যাতে লিঙ্গটা শুকিয়ে যায়।


- জিনসিং বা এরকম ধরনের ঔষধ না খাওয়াই ভালো।  আপনার বেশি সমস্যা হলে ডাক্তারের পরামর্শ মোতাবেক শামুক খেতে পারেন্। তাও আবার প্রসেস করে। আশা করি বুঝেছেন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ