Electronic এর সংজ্ঞা কি এবং এটার ব্যাপারে প্রাথমিক কি জানা দরকার Basic পর্যায়ে।
Share with your friends
Emranhasmi

Call

ইলেকট্রনিক্স কি :-
ইলেকট্রনিক্স হলো Semiconductor base যন্ত্র যা কোন বর্তনী বা Circuit এর উপর নিয়ন্ত্রণ পাওয়ার জন্য ব্যবহার করা হয়।

 ইলেকট্রনিক্স এর প্রয়োজনীয়তা :-
আমাদের অনেকেরই এখন প্রশ্ন জাগতে পারে যে কোন Circuit এর নিয়ন্ত্রণের জন্য আবার Electronics এর প্রয়োজন কি?একটা সুইচ লাগিয়ে দিলেই তো হয়।আসলে হ্যা বিষয়টা সেরকমই Electronics এর কাজই হল switching ।কিন্তু তা মানুষের দ্বারা এত দ্রূত করা সম্ভব নয় কারন একটা ইলেকট্রনের গতি মানুষের চেয়ে লক্ষ লক্ষ গুণ বেশি।আর যুগের প্রয়োজনে যন্ত্রকে ছোট করতে switch কেও হতে হয়েছে অনেক ছোট।

কি অবাক করা তাইনা।আমি যত ইলেকট্রনিক্স দেখি ততই অভিভূত হই।

#ইলেকট্রনিক্সের মূলনীতি :-
আমরা প্রায় সবাই জানি যে Computer শুধু 1 এবং 0 অর্থাৎ Binary বোঝে।আসলে এই Binary টা কি [খায় না মাথায় দেয় ছোট ক্লাসে Binary math করতে গিয়ে প্রায়ই মনে হত] ।আসলে এই 1 এর অর্থ হল pick অর্থাৎ Switch connected এবং ইলেকট্রন প্রবাহিত হচ্ছে।আর 0 এর অর্থ Disconnected

।[এ সম্পর্কে পরে বিস্তারিত আলোচনা করব] তাহলে আমরা দেখলাম যে Electronics এর কাজ হল নিয়ন্ত্রিত Electron অর্থাৎ বিদ্যুত প্রবাহ।

কিভাবে নিয়ন্ত্রিত Current প্রবাহ করানো হয়:-
আগের দিনে প্রায় 1920 এর দিকে ভ্যাকুয়াম টিউব ব্যাবহার করা হত।যেখানে এক প্রান্তে একটা হিটার থাকত যা ধাতু অর্থাৎ metal কে Heat করত।সেই ধাতু তাপ গ্রহন করে ইলেকট্রন নির্সরণ করে।শুধু heater টাকে on off করা হত।

আমাদের অনেকেরই বাড়িতে ভ্যাকুয়াম টিউব টিভি আছে।যার পেছনটা অনেক বড়।

পরে semiconductor ভ্যকুয়াম টিউবের জায়গা দখল করে নেয়।

Talk Doctor Online in Bissoy App