সাবভাইটাল জিন, মিউট্যান্ট জিন কাকে বলে/ বলতে কি বুঝায়?
শেয়ার করুন বন্ধুর সাথে
Waruf

Call

লিথাল জিনের ক্ষেত্রে যে জিন গুলো সরাসরি ক্ষতি বা মৃত্যুর কারন না হয়ে অন্য জিনকে প্রভাবিত করে ক্ষতি করে তাই হচ্ছে সাবভাইটাল জিন। কিন্তু মিউট্যান্ট জিন আলাদা। আমরা জানি জিন প্রাণির চরিত্র বৈশিষ্ট প্রকাশ ঘটায় এবং বংশানুক্রমে নিজ বৈশিষ্ট বজায় রেখে সঞ্চারিত হতে চায়। কিন্তু যদি কোন কারনে হঠাৎ করে জিনের পরিবর্তন ঘটে বৈশিষ্ট পালটায় যায় তবে তাকে মিউটেশন বলে। আর এই নতুন জিনকে মিউট্যান্ট জিন বলে। জিনের মিউটেশন ঘটে বা ঘটানো জায় বলে নতুন বৈশিষ্ট সম্পন্ন উদ্ভিদ বা প্রাণি সৃষ্টি হয় এবং হাইব্রিডে সাহায্য করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ